দূষণে বাংলাদেশের যে জেলাবাসীর গড় আয়ু কমেছে ১৯ মাস
জাতীয়
দূষণে বাংলাদেশের যে জেলাবাসীর গড় আয়ু কমেছে ১৯ মাস
কয়েক বছর ধরে বাস র‍্যাপিড ট্রানজিট-বিআরটির নির্মাণ কাজ চলায় গাজীপুরে মারাত্মক আকার ধারণ করেছে দূষণ। গাজীপুরের বিভিন্ন এলাকার মানুষের শ্বাসতন্ত্রের রোগ নিয়ে হাসপাতালে যাওয়ার হারও বেড়েছে কয়েকগুণ। 
এক গবেষণায় বলা হয়েছে, দূষণের কারণে অন্য জেলার চেয়ে গাজীপুরে গড় আয়ু কমেছে ১৯ মাস। দূষণের প্রভাবে শিশুরাও আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া সহ শ্বাসতন্ত্রের নানান রোগে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণায় মিলেছে ভয়বাহ তথ্য। তারা বলছে, অন্য জেলার তুলনায় গাজীপুরের মানুষের গড় আয়ু কমছে। দেশের বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণাতেও মিলেছে এমন তথ্য। শিল্প-কারখানা এবং বিআরটি নির্মাণ কাজের দূষণ স্বাস্থ্য জটিলতা বাড়িয়েছে।
গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেলের শিশু বিভাগে রোগীর তালিকা ঘেটে দেখা যায়, নভেম্বরের প্রথম ১০ দিনে নানা রোগ নিয়ে ভর্তি হয়েছে ৩৬৮ শিশু। এর ১৫৩ জন ভুগছে শ্বাসতন্ত্রের জটিলতায়। যার কারণ হিসেবে বলা হচ্ছে বায়ু দূষণ। গত কয়েক বছর ধরে এই হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন কমবেশি দেড় হাজার রোগী আসে। প্রতিটি বেডে একজন করে থাকার কথা থাকলেও রোগীর সংখ্যা বেশি হওয়ায় রয়েছে দুইজন করে শিশু। যাদের বড় অংশেরই সমস্যা শ্বাসকষ্ট। এ ব্যাপারে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সেখ আনিসুজ্জামান বলেন, শ্বাসতন্ত্রের সমস্যা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমাসহ শ্বাসযন্ত্রের জটিলতায় যেসব রোগ হয় এসব রোগীর সংখ্যা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে।
জাতীয়
আরো পড়ুন