অপরাধ
গাজীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় শ্বশুরের বাসায় বেড়াতে এসে পরকীয়া সন্দেহে স্ত্রী কল্পনা রাণী বর্মণকে (৩২) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী অঞ্জু বর্মণকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।

ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের সন্তোষ বর্মণ ওরফে মন্তোষ বর্মণের ছেলে। ভিকটিম কল্পনা রাণী বর্মণ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈলাহাটি গ্রামের দীনেশ চন্দ্র বর্মণের মেয়ে। র্যাব কর্মকর্তা মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, স্বামী অঞ্জু বর্মণ গত ২৫ ফেব্রুয়ারি স্ত্রী কল্পনা রাণী বর্মণকে নিয়ে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ মন্দির সংলগ্ন শ্বশুরের ভাড়া বাসায় বেড়াতে আসে। এর তিনদিন পর ২৮ ফেব্রুয়ারি স্ত্রীকে শ্বশুরের বাসায় রেখে সে সুনামগঞ্জের গ্রামের বাড়ি চলে যায়। এক সপ্তাহ পর ৭ মার্চ রাতে আবার সে শ্বশুরের ভাড়া বাসায় বেড়াতে আসে। ভিকটিমের বাবা কোনাবাড়ির আমবাগ (দক্ষিণপাড়া) এলাকায় মাছের ব্যবসা করেন এবং মা স্থানীয় পোশাক কারখানায় কাজ করেন।