তিন দিনে ৭০ কোটি আয়, কৃতজ্ঞতা জানালেন সালমান
বিনোদন
তিন দিনে ৭০ কোটি আয়, কৃতজ্ঞতা জানালেন সালমান
ঈদে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত 'কিসি কা ভাই কিসি কা জান' ছবিটি। শুরুটা হয়েছিলে দশর্কদের নেগেটিভ রিভিউ দিয়ে, কিন্তু এখন প্রশংসায় ভাসছে ছবিটি। ঈদের আগের দিন মুক্তি পায় ছবিটি। ঈদের দিন ভাইজানকে নিরাশ করলেন না ভক্তরা। দ্বিতীয় দিন এক লাফে বেড়েছে সিনেমার আয়। চলতি বছরের অন্যতম বহুচর্চিত সিনেমা ফারহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কি জান'। সিনেমা মুক্তির প্রথম তিন দিনে মোট প্রায় ৭০ কোটি রূপি ব্যবসা করেছে ছবিটি। আর এর জেরেই ভক্তদের ধন্যবাদ জানালেন সালমান খান।
টুইটার ও ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে নায়ক লেখেন, আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। মন থেকে কৃতজ্ঞতা। প্রথম দিনের তুলনায় সিনেমার আয় একলাফে ৬২.৮৭ শতাংশ বেড়েছে দ্বিতীয় দিনে। দেশের নানান প্রান্তে রোববারও (২৩ এপ্রিল) সিনেমার একাধিক শো হাউসফুল। সালমানের এই সিনেমার ভারতের ৪৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। সিনেমার শো সংখ্যা প্রায় ১৬০০০। সিনেমায় সালমান ছাড়াও দেখা মিলেছে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, পলক তিওয়ারি ও জগপতি বাবুদের। ক্যামিও অ্যাপিয়ারেন্সে দেখা মিলেছে রাম চরণের।
বিনোদনবলিউড
আরো পড়ুন