আক্ষেপ নিয়ে ফিরলেন রিয়াদ, ধুঁকছে বাংলাদেশ
খেলাধুলা
আক্ষেপ নিয়ে ফিরলেন রিয়াদ, ধুঁকছে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৫৫ রানে লক্ষ্যে নেমে দেড়শ’ রানের আগে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। লিটন-তানজিদ-সৌম্যর পর সাজঘরে ফিরেছেন ভরসা দেওয়া তামিম-রিয়াদ। ইশ শোধি তার লেগ ব্রেকে তুলে নিয়েছেন পাঁচ ব্যাটারকে।
বাংলাদেশ ৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। এর আগে লিটন ১৬ বলে ৬ রান করে ফিরেছেন। এরপর তানজিদ তামিম আউট হয়েছেন তিন চারের শটে ১৬ রান করে। সৌম্য সরকার গোল্ডেন ডাক মেরেছেন। হৃদয়ের ব্যাট থেকে দল মাত্র ৪ রান পেয়েছে।
 
দলকে ভরসা দিচ্ছিলেন অবসর ভেঙে ও ইনজুরি কাটিয়ে দলে ফেরা ওপেনার তামিম। তিনি ৫৮ বলে সাত চারের শটে ৪৪ রান করে আউট হয়েছেন। শেখ মাহেদী ১৭ রান করে বোল্ড হয়েছেন। মাহমুদউল্লাহ ৪৯ রান করে আউট হয়েছেন। এক রান করলে ওয়ানডের পাঁচ হাজার রান হতো তার। পাঁচ উইকেট নিয়েছেন শোধি। এর আগে চার বল থাকতে নিউজিল্যান্ড ২৫৪ রানে অলআউট হয়েছে। ৩৬ রানে ৩ উইকেট হারালেও মিডল ও লোয়ার অর্ডারে ব্যাটে ভালো পুঁজি পেয়েছে।

দলটির হয়ে চারে নামা হেনরি নিকোলস ৪৯ রান করেছেন। পাঁচে নামা টম ব্লান্ডেল দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করে আউট হয়েছেন। লোয়ারে ম্যাককনচি ২০, জেমিনসন ২০ ও ইশ শোধি ৩৫ রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে অভিষেক হওয়া পেসার খালেদ আহমেদ ৩ উইকেট নিয়েছেন। স্পিনার শেখ মাহেদী নিয়েছেন ৩ উইকেট। পায়ের ব্যথা নিয়ে মাঠ ছাড়া মুস্তাফিজ পেয়েছেন ২ উইকেট।
খেলাধুলা
আরো পড়ুন