পশ্চিমতীর ও গাজাকে নিজেদের দাবি করে ইসরাইলের নতুন মানচিত্র প্রকাশ
আন্তর্জাতিক
পশ্চিমতীর ও গাজাকে নিজেদের দাবি করে ইসরাইলের নতুন মানচিত্র প্রকাশ
এবার অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকা ইসরাইলের অংশ দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় এ মানচিত্রটি উপস্থাপন করেন তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় মধ্যপ্রাচ্যের দুটি মানচিত্র দেখান নেতানিয়াহু। প্রথমটি ইসরাইল রাষ্ট্র সৃষ্টির বছর ১৯৪৮ সালের। আর পরেরটিকে তিনি আখ্যা দেন নব্য মধ্যপ্রাচ্য নামে। সেখানে অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকাকে ইসরাইলের অংশ দাবি করা হয়। এরপরপরই এ নিয়ে তীব্র প্রতিবাদ জানায় ফিলিস্তিনি।

অন্যদিকে গত বুধবার ( ২০ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নেতানিয়াহু ও বাইডেন সাইডলাইন বৈঠক করেন। বৈঠকে বৈরিতা ভুলে সৌদি আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্থাপনের সম্ভাব্য একটি চুক্তি নিয়ে কাজ করার প্রতিশ্রুত দেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে ইসরাইল-ফিলিস্তিনের বিরোধ মেটাতে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিও সমর্থন দেন তিনি।

এসময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি প্রতিষ্ঠা হতে পারে বলে জানান ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর পরপরই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজও জানান ধীরে ধীরে ইসরাইলের সঙ্গে দূরত্ব কমিয়ে আনছেন তারা। যদিও রিয়াদ-তেল আবিব সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে ফিলিস্তিন ইস্যু গুরুত্ব পাবে বলে জানান তিনি।
 
ইসরাইল ও আরবের সম্পর্কের উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনেও। বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক উন্নয়নের বিষয়ে সৌদি আরব সম্মতি জানালেও ফিলিস্তিন ইস্যু গুরুত্ব পাবে বলে বার বারই বলে আসছে রিয়াদ। তবে, সম্পর্কের বরফ গলতে থাকার সময়ই নতুন মানচিত্র প্রকাশ করে তেল আবিব আগুনে ঘি ঢালছে বলে মনে করছেন তারা।
আন্তর্জাতিক
আরো পড়ুন