আন্তর্জাতিক
১২ মাসের শিশুর মস্তিষ্কে তারই যমজের জীবিত ভ্রুণ!
এক বছর বয়সী এক শিশুর মস্তিষ্কের ভেতর তারই যমজের জীবিত ভ্রূণ। এমনই বিস্ময়কর এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন চীনের চিকিৎসকরা। ঘটনাটি দেশটির সাংহাই শহরের। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

ছবি: সংগৃহীত
নিউরোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে ঘটনাটি উঠে এসেছে। প্রতিবেদন মতে, শিশুটি জটিল স্নায়ুবিক সমস্যায় ভুগছে। তার মাথাটিও অস্বাভাবিক রকমের বড়। সম্প্রতি শিশুটির নড়াচড়া-সম্পর্কিত শারীরিক ক্রিয়াকলাপে সমস্যা দেখা দেয়ায় তাকে চিকিৎসকের কাছে আনা হয়। এরপর তার মস্তিষ্ক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করতেই চমকে ওঠেন চিকিৎসকরা। দেখা যায়, সেখানে একটি জীবিত যমজ ভ্রূণের অস্তিত্ব রয়েছে। চিকিৎসকরা বলেছেন, ভ্রূণটি আসলে শিশুটিরই যমজ। এই অবস্থাকে বলা হয় ‘ফেটাস-ইন-ফেটু’। এক্ষেত্রে কোনও ভ্রূণের শরীরের মধ্যে অন্য ভ্রূণ তৈরি হয়ে যায়। যদিও এমন ঘটনা অত্যন্ত বিরল। ১০ লক্ষ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে এমন হয়।