টাঙ্গাইলে সরকারি দপ্তর সামলাচ্ছেন ৫৬ নারী
বিশেষ প্রতিবেদন
টাঙ্গাইলে সরকারি দপ্তর সামলাচ্ছেন ৫৬ নারী
আজ বুধবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবস। নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তি পেরিয়ে অগ্রযাত্রার পথে এগিয়ে চলছেন নারীরা। সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও কর্মক্ষেত্রে পিছিয়ে নেই নারীরা। বিশেষ করে জেলায় সরকারি বিভিন্ন গুরুত্ব পদ সামলাচ্ছেন নারী সদস্যরা। পুরুষের পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর তারা। সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিকসহ সব ক্ষেত্রেই তাদের অগ্রযাত্রা আজ দৃশ্যমান। 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ বিভাগ, শিক্ষা অফিস, স্বাস্থ্য বিভাগ, কৃষি অফিস, নির্বাচন অফিস, মেয়র, ইউএনও, এসিল্যান্ডসহ শীর্ষ পদে ৫৬ নারী সদস্য দায়িত্ব পালন করছেন। বাধা-বিপত্তি পেরিয়ে কর্মক্ষেত্রে সফল তারা। সংসারের পাশাপাশি দক্ষতার সঙ্গে কর্মক্ষেত্রে দৈনন্দিন কাজ করছেন। বাল্যবিয়ে ও যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধসহ নিজ নিজ উপজেলাকে মাদক-দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখছেন। শিক্ষা ক্ষেত্রেও বিশেষ অবদান রাখছেন নারী কর্মকর্তারা। সংশিষ্ট সূত্রে জানা যায়, টাঙ্গাইলের উপজেলা রয়েছে ১২টি। এর মধ্যে ৬টি উপজেলায় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এবং ৬টি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা। অনেক উপজেলায় ইউএনও এবং এসিল্যান্ড দুইজনই নারী রয়েছেন।
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ জন নারী দায়িত্ব পালন করছেন। এরা হলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) ফারজানা ইয়াসমিন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম শাখা) নাজিয়া হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) সঞ্চিতা বিশ্বাস, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসএ শাখা) নাহিয়ান নূরেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) সিনথিয়া হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভিপি সেল ও আরএম শাখা শাখা) সাবরিন আক্তার এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (লাইব্রেরি শাখা) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।

১২ উপজেলায় ৬ জন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দায়িত্ব পালন করছেন। এরা হলেন, টাঙ্গাইল সদরে রানুয়ারা খাতুন, ঘাটাইলে মুনিয়া চৌধুরী, বাসাইলে পাপিয়া আক্তার, সখীপুরে ফারজানা আলম, মধুপুরে শামীমা ইয়াসমীন এবং দেলদুয়ারে ফারহানা আলী। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ৬ জন নারী সদস্য দায়িত্ব পালন করছেন। এরা হলেন, গোপালপুরে মাশতুরা আমিনা, ধনবাড়ীতে ফারাহ ফাতেহা তাকমিলা, দেলদুয়ারে সূচি রানী সাহা, বাসাইলে আরিফুন্নাহার রিতা, ভূঞাপুরে তামান্না রহমান জ্যোতি, এবং সখীপুরে হা-মীম তাবাসসুম প্রভা।
রিপোর্টার: আব্দুল্লাহ আল নোমান, টাঙ্গাইল 
বিশেষ প্রতিবেদনসারাদেশটাংগাইল
আরো পড়ুন