প্রিয় তারকার মতো চুলে ব্লিচ করার আগে যা জেনে রাখা জরুরি
জীবনযাপন
প্রিয় তারকার মতো চুলে ব্লিচ করার আগে যা জেনে রাখা জরুরি
বিশ্বের বড় বড় অভিনেত্রীরা বাহারি রঙের চুল দিয়ে দর্শকমনে আলাদা করে জায়গা করে নেয়। সেসকল ফ্যাশন অনুকরণ করে অনেকেই নিজের চুলে নানা রঙের রঙ করে থাকেন। তবে চুলে রঙ ব্যবহারের আগে ব্লিচ করে নেয়া দরকার। 
তবেই চুলে আসল রঙ সহজেই বসে যায়। বর্তমানে চুল রাঙাতে কমবেশি সবাই চুলে ব্লিচের ব্যবহার করে থাকেন, যা চুলের জন্য অনেক ক্ষতিকর। চুলে ব্লিচ ব্যবহারের আগে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে।
কমদামী ব্লিচ ব্যবহার না করা
ব্লিচ করা ব্যবহুল হওয়ায় অনেকেই বাজারের কমদামী ব্লিচ ব্যবহার করে থাকে। যা মোটেও উচিৎ না। ব্লিচ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই দামী এবং ভালো ব্র্যান্ডের ব্লিচ ব্যবহার করবেন। ব্লিচ করার আগে কোন কেমিক্যালটি ব্যবহার করা হচ্ছে, আর সেটি কতটা ক্ষতিকর চুলের জন্য-এসব তথ্য জেনে নিন। পাশাপাশি অভিজ্ঞদের হাতে ব্লিচ লাগানোর চেষ্টা করবেন।
ত্বকের ক্ষতি করছে কিনা দেখে নিন
ব্লিচ করার আগে অবশ্যই দেখে নিবেন তা আপনার ত্বকের কোনো ক্ষতি করছে কিনা। বিশেষ করে যাদের মাথার ত্বক সংবেদনশীল, তারা অবশ্যই চিকিৎসক কিংবা বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে তবেই চুলে ব্লিচ করুন। চুলে ব্লিচ করার পর ত্বকে নানা পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন- ত্বক লাল হয়ে যাওয়া, ত্বক ফুলে যাওয়া, যন্ত্রণা ইত্যাদি। এজন্য ব্লিচ করার আগে ত্বক পরীক্ষা করে নিন।  
স্কাল্পের সমস্যা হচ্ছে কিনা দেখে নিন
ব্লিচ করার পর থেকে চুল অনেকটাই বদলে যায়। চুলে বাউন্সিভাব চলে আসলেও দেখা দেয় শুষ্ক স্কাল্পের সমস্যা। যার কারণে চুল পড়া বাড়তে পারে। এমন ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিন। 
জীবনযাপন
আরো পড়ুন