ইঁদুর মারার বিষ মাখানো বিস্কুট খেয়ে ভাই-বোনের মৃত্যু
সারাদেশ
ইঁদুর মারার বিষ মাখানো বিস্কুট খেয়ে ভাই-বোনের মৃত্যু
টাঙ্গাইলের ঘাটাইলে ঘরে থাকা ইঁদুরের বিষ মাখানো বিস্কুট খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১০ সে‌প্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।

 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
নিহতরা শা‌লিয়াবহ গ্রামের মো. শাহ আলম মিয়ার ছেলে মো. তাওহীদ মিয়া (৪) ও মেয়ে তানজিলা আক্তার (২)। স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক কাজে শাহ আলমের স্ত্রী ব্যস্ত ছিল। এ সময় ঘরে থাকা ইঁদুরের বিষ মাখানো বিস্কুট তাওহীদ ও তানজিলা খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে প্রথমে পার্শ্বব‌র্তী পেঁচারআটা বাজারে নি‌য়ে যায়। প‌রে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশু দুটি‌কে মৃত ঘোষণা করেন।

রসুলপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান কাজী মাহবুব উল হক মাছুদ ব‌লেন, ঘ‌রে থাকা বিষ খে‌য়ে ত‌া‌দের মৃত্যু হ‌য়ে‌ছে ব‌লে জে‌নে‌ছি। পু‌লিশ ঘটনাস্থ‌লে র‌য়েছে। তারা তদন্ত কর‌ছে। সেখা‌নে ইউপি সদস‌্য ও গ্রাম পু‌লি‌শের সদস‌্যরাও র‌য়ে‌ছেন। ঘাটাইলের ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পে‌য়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শিশুদের পরিবারের দেওয়া তথ্যমতে, ইঁদুরের বিষ খেয়ে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ স্বজনদের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।
সারাদেশটাংগাইল
আরো পড়ুন