ভিন্ন আয়োজনে ১৭ই মার্চ উৎযাপন আইন ও বিচার বিভাগ শাখা ছাত্রলীগের
শিক্ষা
ভিন্ন আয়োজনে ১৭ই মার্চ উৎযাপন আইন ও বিচার বিভাগ শাখা ছাত্রলীগের
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ শাখা ছাত্রলীগ।

ছবি: রিদ্মিক নিউজ
ছবি: রিদ্মিক নিউজ
১৭ই মার্চ নানা আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি উৎযাপন করেন আইন ও বিচার বিভাগ শাখা ছাত্রলীগ। দিবসটি উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, দেয়ালিকা লিখন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে বিভাগের শাখা ছাত্রলীগ। পরবর্তীতে "বঙ্গবন্ধুর ভাবনা ও আজকের বাংলাদেশ: ছাত্রসমাজের করণীয় " শীর্ষক আলোচনা সভা ও আয়োজিত ইভেন্টসমুহের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, মুখ্য আলোচক আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আহসান কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক তপন কুমার সরকার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব। আইন ও বিচার বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি নাহিবুর রহমান নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সিফাত হারুন আব্দুল্লাহ খান। উল্লেখ্য, অনুষ্ঠানে 'বঙ্গবন্ধু দেয়লিকা'র মোড়ক উন্মোচন করা হয়।
রিপোর্টার: শাহাদৎ হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় 
শিক্ষাময়মনসিংহক্যাম্পাস
আরো পড়ুন