খেলাধুলা
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিতে বড় অঙ্কের টোপ
আগামী ১৩ ডিসেম্বর শুরু হয়ে পরের বছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ। অপরদিকে আগামী বছরের ৬ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতের ঘরোয়া টি-২০ লিগ (আইএল টি-২০)।

ছবি: ইন্টারনেট
জানা গেছে, বিগ ব্যাশের বদলে আইএল টি-২০তে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের খেলাতে বড় অঙ্কের টোপ দিচ্ছেন বলে আরব আমিরাতের লিগের আয়োজকরা এমন সংবাদ প্রকাশ করেছে অস্ট্রেলীয় গণমাধ্যমগুলো। খবরে বলা হয়েছে, সে দেশের সেরা ১৫ জন ক্রিকেটারকে এরই মধ্যে মোটা অঙ্কের টোপ দেয়া হয়েছে।এমতাবস্থায় অস্ট্রেলিয়ার আশঙ্কা, অনেকেই বিগ ব্যাশ লিগে না খেলে আমিরাতের লিগে খেলতে পারেন। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কেউ কিছু বলতে রাজি না। মূলত প্রায় একই সময়ে বিগ ব্যাশ ও আইএল টি-২০ মাঠে গড়ানোয় এমন পরিস্থিতির সৃষতি হয়েছে। অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের খবর, বিগ ব্যাশ ছেড়ে আমিরাতে খেলার জন্য ১৫ জন ক্রিকেটারকে ৭ লক্ষ অস্ট্রেলীয় ডলার দেয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় চুক্তি অনুসারে বিগ ব্যাশে খেলতে বাধ্য নন কোনো অজি ক্রিকেটার।