রিয়াদের ওপর চাপ বাড়িয়ে ফিরলেন মাহেদী
খেলাধুলা
রিয়াদের ওপর চাপ বাড়িয়ে ফিরলেন মাহেদী
কঠিন চাপের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। ২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯২ রানেই স্বাগতিকদের ৫ উইকেট তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের বোলাররা। বিশেষ করে ইশ সোধির ঘূর্ণিতেই নাকাল বাংলাদেশের ব্যাটাররা। একে একে ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন অধিনায়ক লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয় ও তামিম ইকবাল।
তবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ বিপর্যয়ের মুখেও দুর্দান্ত শুরু করেছেন। ৩৩ রানে অপরাজিত আছেন এই ডানহাতি ব্যাটার। তাঁর সঙ্গে ১৬ রানে ব্যাটিং করছেন শেখ মাহেদি। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ৫ উইকেটে ১২৭ রান। নিউজিল্যান্ডের ২৫৪ রান তাড়া করতে নেমে পারলেন না তামিমও। ইশ সোধির বলে উইকেটের পিছনে টম ব্লান্ডলের হাতে ক্যাচ দিয়ে বসেন ড্যাশিং এই ওপেনার। এতে দলীয় শতকের আগেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৮০ দিন পর ব্যাট হাতে নেমে ৫৮ বলে ৪৪ রান করেন তামিম।
তামিমকে রেখে একে একে ফিরছেন তাঁর ব্যাটিং সঙ্গীরা। সর্বশেষে ফিরলেন তাওহিদ হৃদয়। ইশ সোধির নিচু হওয়া বলে আগবাড়িয়ে খেলতে গিয়েছিলেন হৃদয়। ব্যাটে লেগে বল ভেঙে দিয়েছে স্টাম্প। এমন আউটের ধরনে নিশ্চিতভাবেই হতাশ হওয়ার কথা হৃদয়ের। তবে চাপ নিশ্চিতভাবেই বাড়ল বাংলাদেশের। ৭০ রানেই চতুর্থ উইকেট হারিয়ে ফেলেছে তারা। সোধিই নিলেন ৩টি।
রান তাড়ায় সাবধানী শুরুর পর লিটন দাসের উইকেট হারালেও প্রথম পাওয়ার প্লেতে আর কোনো বিপর্যয় হতে দেননি তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম। এর মধ্যে দলের সংগ্রহ পঞ্চাশও ছাড়িয়ে গিয়েছিল। তবে ইশ সোধির এক ওভারেই সাজঘরে ফিরেছেন জুনিয়র তামিম ও সৌম্য সরকার। ১১তম ওভারের তুলে মারতে গিয়ে এক্সট্রা কাভারে ফার্গুসনকে ক্যাচ দেন তানজিদ। এতে ওপেনারের ভূমিকা থেকে তিনে নেমেও ১২ বলে ১৬ রানে থামে তার ইনিংস। এরপর ওভারের শেষ বলে ইশ সোধিকে ফিরতি ক্যাচ দিয়ে থামলেন সৌম্যও। ২ বল খেলে কোনো রান করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার।
খেলাধুলা
আরো পড়ুন