জামালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
সারাদেশ
জামালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে মোফাজ্জল শেখ (৪৫) ও আব্দুল খালেক (৩৭) নামে ২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার সময় সদরের হাটচন্দ্রা ও বানিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জল শেখ জামালপুর শহরের হাটচন্দ্রা পশ্চিমপাড়া গ্রামের মৃত ফতু শেখের ছেলে। অন্যদিকে নিহত আব্দুল খালেক বানিয়া বাজার এলাকার মৃত নায়েব আলী সরকারের ছেলে। মোফাজ্জলের স্বজনরা জানান, বিকেল সাড়ে ৪টার সময় হাটচন্দ্রা মধ্যপাড়া এলাকায় বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে যান তিনি। এসময় বজ্রপাত হলে মোফাজ্জল মারা যান। মৃত্যু হয় তার দুইটি গরুরও।

অন্যদিকে খালেকের স্বজনরা জানান, বৃষ্টি চলাকালে বানিয়াবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নামেন আব্দুল খালেক। এ সময় বজ্রপাত হলে সেখানেই মারা যান তিনি। জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাদেশজামালপুর
আরো পড়ুন