বাংলাদেশ থেকে শাকসবজি নেবে রাশিয়া: কৃষিমন্ত্রী
অর্থনীতি
বাংলাদেশ থেকে শাকসবজি নেবে রাশিয়া: কৃষিমন্ত্রী
ঝুঁকিমুক্ত নিশ্চয়তা দিলে বাংলাদেশ থেকে শাকসবজি আমদানি করবে রাশিয়া, এমনটাই জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এছাড়াও দেশটি এ বছরই আলু আমদানি পুনরায় শুরু করবে বলেও জানান তিনি।

ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কিের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, রাশিয়ার শীতকাল অনেক লম্বা। এ সময়ে তাদের কোনো ফসল হয় না। শীতকালে বিভিন্ন সবজিসহ আমরা যে ফসলগুলো উৎপাদন করি যেমন- ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স; এগুলো রাশিয়ায় রপ্তানি করা সম্ভব। তিনি আরও বলেন, ‘একসময় আমরা রাশিয়ায় অনেক আলু পাঠাতাম। কিন্তু নানা কারণে তা বন্ধ হয়ে যায়। কিন্তু রাশিয়ায় বিধিনিষেধ তুলে নিয়েছে, এখন আমরা আবার রাশিয়ায় আলু আমদানির ব্যবস্থা করব।’
অর্থনীতিকূটনীতিসরকাররাশিয়াআমদানি-রফতানি
আরো পড়ুন