প্রযুক্তি
গুগল ডুডলে স্বাধীনতা দিবস
আজ মহান স্বাধীনতা দিবস। গোটা জাতি আজ স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। শনিবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল ডুডলটি চালু করেছে।

গুগল লগো ছবি: সংগৃহীত
হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে তারা। ছবিতে গুগলের নামের জায়গায় শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বাংলাদেশ থেকে যে-কেউ কোনো কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলে লাল-সবুজ পতাকাসংবলিত এ ডুডল দেখতে পাবেন। গুগলে প্রবেশ করলেই বাংলাদেশের পতাকাসংবলিত এ ডুডল দেখা যাবে গুগলে প্রবেশ করলেই বাংলাদেশের পতাকাসংবলিত এ ডুডল দেখা যাবেছবি: গুগল থেকেডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৩’। এতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।