মুসলিমদের ভালোবাসা ছাড়া সুপারস্টার হতে পারতাম না: মিঠুন চক্রবর্তী
বিনোদন
মুসলিমদের ভালোবাসা ছাড়া সুপারস্টার হতে পারতাম না: মিঠুন চক্রবর্তী
ভারতের তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি এই জনপ্রিয় অভিনেতা জানালেন, মুসলিমদের ভালোবাসা ছাড়া কখনও সুপারস্টার হতে পারতেন না তিনি।
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে নির্বাচনী আমেজ। কয়েকদিন পর সেখানকার পঞ্চায়েত নির্বাচন। বিজেপির (ভারতীয় জনতা পার্টি) পক্ষ থেকে নির্বাচনের মাঠ গরম করতে টানা ৫দিনের সফরে কলকাতা এসছেন তিনি। সফরের প্রথম দিনে কলকাতার সল্টলেকে আয়োজিত সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘মুসলিমদের ভালোবাসা ছাড়া আমি কখনও সুপারস্টার হতে পারতাম না।’ এ সময় নিজ দল বিজেপির প্রশংসা করে এ তারকা আরও বলেন, ‘বিজেপি মুসলিমবিরোধী নয়, বিজেপি একমাত্র মুসলিমদের উন্নয়নের কথা ভাবে। বিজেপি মানে, মুসলিমবিরোধী এটা একটা মিথ্যা প্রচার। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সবার উন্নয়নের সঙ্গে সঙ্গে মুসলিম ভাইদেরও ভালো হবে।’
বিনোদনটলিউড
আরো পড়ুন