এক্সক্লুসিভ
একসঙ্গে ৩ সন্তান জন্ম দেয়ায় আজীবন প্রসূতি মায়ের চিকিৎসা ফ্রি

ছবি: ইন্টারনেট
মুন্সীগঞ্জের গজারিয়াতে তিন সন্তান একসঙ্গে জম্ম দেয়ায় আজীবন ফ্রি চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছে হাসাপাতাল কতৃপহ্ম। বুধবার (২৫ মে) রাশিদা বেগম নামের এক নারী সিজারের মাধ্যমে তিন কন্যা জন্ম দেয়ার পর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। একসঙ্গে ৩ সন্তানের জন্ম হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ওই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সবার মধ্যে মিষ্টি বিতরণ করেছেন। পাশাপাশি ওই ৩ শিশু ও প্রসূতি মায়ের চিকিৎসা সেবা আজীবন ফ্রি ঘোষণা করেছে। গজারিয়ার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আলী হোসেনের স্ত্রী রাশিদা বেগমের প্রসব ব্যাথা উঠলে তাকে সোমবার (২৩ মে) বিকেল উপজেলার প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে ওই প্রসূতির স্বজনরা। পরে সিজারিয়ানের মাধ্যমে ৩ কন্যা সন্তানের জম্ম দেন ওই প্রসূতি। বর্তমানে সুস্থ আছেন প্রসূতি এবং তার তিন কন্যা। আজ (বুধবার) সকালে প্রসূতি এবং তার তিন কন্যাকে রিলিজ দেয়া হয়েছে। এ ব্যাপারে হাসপাতালের নির্বাহী পরিচালক সিকদার মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, এই হাসপাতালে প্রসূতি মা এবং সদ্য জন্ম নেয়া ৩ শিশুর চিকিৎসা সেবা আজীবন ফ্রি ঘোষণা করা হয়েছে।