এক্সক্লুসিভ
৩০ মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে যে কোম্পানি
বৈশ্বিক বাজারে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও কর্মীদের মোটা অঙ্কের বোনাস দিচ্ছে তাইওয়ানের একাধিক শিপিং কোম্পানি। ইয়াং মিং মেরিন ট্রান্সপোর্ট নামের একটি কোম্পানি তাদের কর্মীদের ৩০ মাসের বেতনের সমান বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে।

ছবি: সংগৃহীত
গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার হোল্ডাররা ২.৩ বিলিয়ন তাইওয়ানিজ ডলার (১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার) বোনাসের অনুমোদন দেয়ার পর এই ঘোষণা দেয় কোম্পানিটি। এর আগে ২০২৩ সালের শুরুতে কোম্পানিটি তার কর্মীদের এক বছরের সমপরিমাণ বেতনের বোনাস দেন। ইয়াং মিং মেরিন ট্রান্সপোর্টের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, কোম্পানির নিয়ম অনুযায়ী শিপিং ফার্মকে অবশ্যই তার আগের বছরের লাভের ১ শতাংশ ক্ষতিপূরণ হিসাবে কর্মীদের বিতরণ করতে হবে। তব কোনো সদস্য কী পরিমাণ বোনাস পাবে তা কোম্পানি নির্ধারণ করবে।
ব্লুমবার্গ আরও জানিয়েছে, এভারগ্রিন মেরিন নামে আরও শিপিং কোম্পানি মোটা অঙ্কের বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানিটি তার ৩ হাজার ১০০ কর্মীকে আরও ১.৯ বিলিয়ন তাইওয়ানিজ ডলার বোনাস দেবে; যা প্রায় ১ বছরের বেতনের সমান। আগামী মঙ্গলবার (৩০মে) শেয়ারহোল্ডাররা এই বোনাস অনুমোদন করার পর এই পদক্ষেপ নেয়া হবে। চলতি বছরে এভারগ্রিনের মোট আয় এই বছর ৯৪ শতাংশ কমে ১৮.৬ বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ইয়াং মিং-এর মুনাফা ৯৯ শতাংশ কমে ২.২ বিলিয়ন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।