খেলাধুলা
যে একাদশ নিয়ে মাঠে নামছে উরুগুয়ে-দ. কোরিয়া
এবারের কাতার বিশ্বকাপে চমক দেখিয়েছে এশিয়ান জায়ান্ট জাপান। দেশটির ওই জয়ে উজ্জীবিত এশিয়ার আরেক শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। তাদের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। তবে সামর্থ্যের সবটুকু ঢেলে দিতে পারলে জয় ধরা দিতে পারে ল্যাতিন দলটির হাতেই। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আল রাইয়ান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

দুই দলের একাদশ
উরুগুয়ে: রোচেট; মার্টিন, গডিন, হিমিনেজ, অলিভিয়েরা, ভালভার্দে, ভেকিনো, বেন্টানকুর, পেলিস্ট্রি; নুনেজ, সুয়ারেজ।
দক্ষিণ কোরিয়া: কিম সেউংগিউ; কিম মুনহওয়ান, কিম মিঞ্জে, কিম ইয়ংগওন, কিম জিনসু; জং উওয়ং, হোয়াং ইনবিওম, লি জায়েসুং; সন হেউংমিন, হোয়াং উইজো, না সাংহো।