পিকেকে বিরুদ্ধে সামরিক অভিযানে ৬ তুর্কিসেনা নিহত
আন্তর্জাতিক
পিকেকে বিরুদ্ধে সামরিক অভিযানে ৬ তুর্কিসেনা নিহত
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গিয়ে তুরস্কের ছয় সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
গত বুধবার (৯ আগস্ট) ইরাকের উত্তরাঞ্চলের য্যাপ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। যেখানে গত এপ্রিল মাস থেকে তুর্কি সেনারা ‘ক্ল লক’ নামে সামরিক অভিযান চালিয়ে আসছে। আঙ্কারার দাবি, ইরাকের ভূমি ব্যবহার করে পিকেকে গেরিলারা তুরস্কের অভ্যন্তরে যে হামলা চালায় তা ঠেকানোর জন্য এই সামরিক অভিযান চলছে। ইরাকের উত্তরাঞ্চলের বিশাল এলাকা জুড়ে পিকেকে গেরিলাদের তৎপরতা রয়েছে যেখানে অভিযান চালানো খুবই দুঃসাধ্য ব্যাপার। তবে তুর্কি কর্মকর্তারা বলে আসছেন, যেকোনো মূল্যে ওই এলাকাকে গেরিলা মুক্ত করা হবে।

পিকেকে গেরিলাদেরকে তুরস্ক, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী গোষ্ঠী বলে আখ্যা দিয়ে থাকে। এ গোষ্ঠী ১৯৮৪ সাল থেকে তুর্কি সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করেছে এবং এ পর্যন্ত তাদের সাথে সংঘাতে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এই গোষ্ঠীকে প্রতিহত করার জন্য ইরাকের উত্তরাঞ্চলে তুরস্ক বেশ কয়েকটি সামরিক ঘাঁটি গড়ে তুলেছে।
আন্তর্জাতিকতুরস্ক
আরো পড়ুন