জাতীয়
কদমতলীতে ৯৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

কদমতলীতে ৯৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
রাজধানীর কদমতলী এলাকা থেকে ৯৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। গ্রেফতার মাদক কারবারী হলেন, মো. মামুন (৩৫) অভিযানে তার ব্যবহৃত পিকআপ ভান থেকে ৯৫ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ১১ হাজার ৪১৫ টাকা জব্দ করা হয়। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার দিনগত রাতে রাজধানীর কদমতলী থানাধীন কদমতলী জোড়া খাম্বা এলাকায় একটি অভিযান চালিয়ে করে আনুমানিক ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯৫ কেজি গাঁজাসহ ১ জন কারবারীকে গ্রেফতার করা হয়।