২ কোটি টাকা খরচ করে ছাদে শখের ১০০০ ক্যাকটাস!
আন্তর্জাতিক
২ কোটি টাকা খরচ করে ছাদে শখের ১০০০ ক্যাকটাস!
বাড়িতে গাছ লাগাতে অনেকেই ভালোবাসেন। গাছ বৃদ্ধি এবং সম্প্রীতির প্রতীক। মেজাজ ভালো রাখতে, স্বাস্থ্যকে উন্নত করতে গাছপালা আমাদের সহায়তা করে। চারপাশের সবুজ আমাদের মন শান্ত রাখে। ফলস্বরূপ আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বাড়ির ভিতরে গাছ রাখার অভ্যাস তাই বেশ ভালো। সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে, চীনের এক বয়স্ক দম্পতি তাদের বাড়িতে প্রায় এক হাজার ক্যাকটাস লাগিয়ে উদ্ভট পরিবেশ তৈরি করেছেন। প্রতিবেদন অনুসারে, লিউ ইয়ংহং ( ৬৫ ) গত কয়েক বছর ধরে বিপুল ক্যাকটাস সংগ্রহ করেছেন, ১৫০ বর্গ মিটারের একটি গ্রিনহাউসে ২ মিলিয়ন ইউয়ান (২,৩০,২৬,১৮০ টাকা) খরচ করেছেন যাতে সেগুলিকে সতেজ রাখা যায়। প্রসঙ্গত, আগে তিনি সাধারণ মওসুমি গাছসহ নানা ধরনের গাছের বাগান পরিচর্যা করতেন। জেরানিয়াম, গোলাপ, অ্যাগেভ সহ একাধিক ফুলের গাছ ছিল তার বাগানে। তবে আচমকাই কয়েক বছর আগে ক্যাকটাসের শখ হয়। সেই থেকে শুরু।
তারপর থেকেই কয়েক বছর ধরে একের পর এক নানা জাতের ক্যাকটসের সংগ্রহ বাড়িয়ে চলেছেন ওই বৃদ্ধ। ক্যাকটাস লালন-পালনের জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না এবং এগুলি সহজে বেড়ে ওঠে। দম্পতির বাগানে প্রায় ৪০০ থেকে ৫০০ প্রজাতির নানা ধরনের ক্যাকটাস রয়েছে। তাদের দাবি গোটা চীনে তাদের কাছেই রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক ক্যাকটাসের প্রজাতি। দম্পতি ক্যাকটাস এতটাই পছন্দ করেন যে তারা অন্যান্য ফুলের গাছগুলি উপহার দিয়ে বাগানে এখন শুধু এই কাঁটা গাছই রাখছেন। লিউ-এর বাড়ির ছবি এবং তাদের অস্বাভাবিক পছন্দের গল্প চীনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে উদ্ভিদ উৎসাহীদের আনন্দিত করেছে। একজন ব্যবহারকারী বলেছেন, ''লিউ তার অপূর্ণ জীবনকে একটি নিখুঁত জীবনধারায় পরিণত করেছেন। এটা খুবই অনুপ্রেরণাদায়ক।' অন্য একজন মন্তব্য করেছেন, ''বাহ, এই ক্যাকটাস বাড়িটি অদ্ভুত দেখাচ্ছে।''
সূত্র : এনডিটিভি
আন্তর্জাতিকচীন
আরো পড়ুন