অপরাধ
স্ত্রীকে হত্যা করে ওয়ারড্রবে রেখে থানায় গেলেন স্বামী
দিনাজপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছে স্বামী। এ ঘটনায় ওই স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে দশটার দিকে হত্যার বিষয়টি থানায় এসে জানালে তার দেওয়া তথ্যমতে বাড়িতে তল্লাশি চালিয়ে ওয়ারড্রব থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

ছবি: ইন্টারনেট
এর আগে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী। গ্রেফতার হওয়া স্বামীর নাম মনোয়ার হোসেন (৩৩)। তিনি শহরের ছোট গুরগোলা এলাকার মৃত শেখ আব্দুল আজিজের ছেলে। আর স্ত্রীর নাম সুমাইয়া আক্তার হাসি (২৭)। বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের কলেজপাড়া এলাকার আব্দুল খালেকের মেয়ে। মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরেই শহরের ঘাসিপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত জানুয়ারি মাসের ২০ তারিখে বিয়ে করেন তারা। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে বলে জানা গেছে। দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, শুক্রবার ভোরে গলাটিপে হত্যার পর স্ত্রীর মরদেহ ওয়ারড্রোবে লুকিয়ে রাখেন মনোয়ার। প্রায় ১৪ ঘণ্টা স্ত্রীকে লুকিয়ে রাখার পর তিনি নিজে থানায় হাজির হয়ে হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়।