সাতক্ষীরায় পুলিশের বাড়িতে লুট, আটক ১
সারাদেশ
সাতক্ষীরায় পুলিশের বাড়িতে লুট, আটক ১
সাতক্ষীরায় পুলিশের বাড়িতে লুট, আটক ১
সাতক্ষীরায় পুলিশের বাড়িতে লুট, আটক ১

সাতক্ষীরায় এক পুলিশ সদস্যের বাড়িতে চেতনা নাশক স্প্রে করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।তবে,পালিয়ে যাওয়ার সময় স্থানীয় গ্রামবাসী এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।শুক্রবার (৩১মার্চ) ভোর রাত ৪টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের নেবাখালী গ্রামের কাজীপাড়ার পুলিশ সদস্য মাসুদ কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। আটক দুর্বৃত্তের নাম মোঃ আবদুল কাদের (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে। স্থানীয় ইউপি সদস্য কাজী আবু সুলতান জানান,সদর উপজেলার শিবপুর ইউনিয়নের নেবাখালী গ্রামের কাজী মাসুদ ঢাকায় ট্রাফিক পুলিশে কর্মরত রয়েছেন।মাসুদের স্ত্রী রানী একমাত্র মেয়ে সুমাইয়া (১৩) কে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।বাড়িতে কোন পুরুষ সদস্য না থাকার সুযোগে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত সাহরীর সময় পুলিশ সদস্য মাসুদ কাজীর বাড়ির ঘরের জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে করে।এসময় ঘরে থাকা মা ও মেয়ে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা জানলা ভেঙ্গে ঘরে ঢুকে তাদের দু'জনের হাত,পা ও মুখ বেধে ফেলে রেখে নগদ টাকা,স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।পরে একজনকে আটক করা হয়।

সারাদেশসাতক্ষীরা
আরো পড়ুন