সারাদেশ
দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর শরীর ঝলসে দিলেন স্ত্রী
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

ছবি: সংগৃহীত
জানা যায়, সরিষাবাড়ী উপজেলার সেংগুয়া গ্রামের আমজাদ ভুঁইয়ার ছেলে রুবেল মিয়ার (৩৮) সাথে ১৫ বছর আগে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কাঁঠালিয়াবাড়ী গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাছিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের দুইটি সন্তানও জন্ম হয়, কিন্ত তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ লেগেই থাকতো। এই কলহের জের ধরে আগে তালাক হলেও পরে আবারো তাদের বিয়ে হয়।
রুবেল মিয়া কয়েক মাস আগে সরিষাবাড়ী পৌর এলাকার তাড়িয়াপাড়া গ্রামে রাশেদা বেগম নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ হতো। মঙ্গলবার সকালে রুবেল মিয়া বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেন তার স্ত্রী নাছিম বেগম। এ সময় রুবেল মিয়ার চিৎকার শুরু করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত রুবেল মিয়ার ভাতিজা আব্দুর রশিদ জানায়, চাচার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হয়। চাচি নাছিমা বেগমের ছুড়ে দেওয়া ফুটন্ত গরম পানিতে রুবেল মিয়ার শরীর ঝলসে গিয়েছে বলেও জানান তিনি। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জানান, গরম পানিতে রুবেল মিয়ার শরীরের প্রায় ৪০ ভাগেরও বেশি ঝলসে গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।