ডেঙ্গুতে বেড়েই চলেছে শিশু মৃত্যু
স্বাস্থ্য
ডেঙ্গুতে বেড়েই চলেছে শিশু মৃত্যু
ডেঙ্গুতে অসংখ্য শিশু আক্রান্ত হচ্ছে। সরকারি হিসাবে চলতি বছর ২২ সেপ্টেম্বর পর্যন্ত এক থেকে ১৫ বছর বয়সি ৩৩ হাজার ৯৯৩ শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১০২ জন শিশু মারা গেছে। ডেঙ্গুর কাছে হেরে যাওয়া এসব শিশুর অনেকেরই আগে কোনো ধরনের রোগের ইতিহাস ছিল না। তিলে তিলে গড়ে তোলা শিশুসন্তানদের ডেঙ্গুতে এমন অকালমৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা, মা ও স্বজনরা।

সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালগুলোতে অন্যান্য রোগীর তুলনায় শিশুদের শয্যা সংখ্যা কম থাকায় চিকিৎসা পেতেও ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে গুরুতর অসুস্থ শিশুরা না ফেরার দেশে চলে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া শিশুদের ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে এক থেকে পাঁচ বছর বয়সি শিশু আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৮২ জন (৬ শতাংশ)। এরপর ছয় থেকে ১০ বছর বয়সি শিশু আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩৩১ জন (৬ শতাংশ), ১১ থেকে ১৫ বছর বয়সি শিশু আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৩৮০ জন (৭ শতাংশ)। 
অর্থাৎ, এক থেকে ১৫ বছর বয়সি শিশুদের আক্রান্ত হার ১৯ শতাংশ। যা ডেঙ্গুতে আক্রান্ত অন্য বয়সিদের মধ্যে সর্বোচ্চ। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ২১ থেকে ২৫ বছর বয়সিরা। এই বয়সি ২৭ হাজার ৪৫৯ জন আক্রান্ত হয়েছেন। যা মোট আক্রান্তের ১৫ শতাংশ। অপর দিকে ডেঙ্গুতে এ বছর এক থেকে ১৫ বছর বয়সি শিশু মারা গেছে ১০২ জন। এর মধ্যে এক থেকে পাঁচ বছর বয়সি শিশু রয়েছে ৩৪ জন (৪ শতাংশ)। ছয় থেকে ১০ বছর বয়সি শিশু মারা গেছে ৪৪ জন (৫ শতাংশ)। ১১ থেকে ১৫ বছর বয়সি শিশু মারা গেছে ২৪ জন (৩ শতাংশ)। আক্রান্তের ১২ শতাংশ শিশু মারা গেছে। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গেছেন ৩১ থেকে ৪০ বছর বয়সিরা। যা মোট মৃতের ১৮ শতাংশ।
স্বাস্থ্য
আরো পড়ুন