সারাদেশ
দিনাজপুর থেকে সব রুটে যান চলাচল বন্ধ

ছবি: ইন্টারনেট
দিনাজপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। জানা গেছে, সিএনজিচালক কর্তৃক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতাকে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মির্জাপুর বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় সড়কে আড়াআড়িভাবে বাস ও ট্রাক রেখে অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা এই অবরোধের ফলে সড়কের দুপাশের কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। যাতে ছোট যানবাহনগুলোও আটকা পড়েছে। হঠাৎ করে এমন কর্মসূচির ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, বুধবার বিকালে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা বাসস্টান্ডে এক যাত্রীকে অটোরিকশা থেকে নামিয়ে বাসে উঠিয়ে নেন এক বাস হেলপার। এ সময় অটোরিকশার চালকরা সেই হেলপারকে মারধর করেন। ঘটনাটি সমাধানের জন্য বাসস্ট্যান্ড শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডাবলু এগিয়ে আসলে তাকেও মারধর করেন অটোরিকশা চালকরা। এক পর্যায়ে ডাবলুর মাথায় আঘাত করা হয়। কোতয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘শ্রমিকরা একটি অভিযোগ দায়ের করেছেন। সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এরপরও কেন আন্দোলন, সে বিষয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হচ্ছে।’