ঢাকায় বায়ুদূষণ: ২৬ যানবাহন, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
জাতীয়
ঢাকায় বায়ুদূষণ: ২৬ যানবাহন, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
বায়ুদূষণ রোধে সরকার ঘোষিত বিশেষ অভিযানের প্রথম দিন ঢাকা ও আশেপাশের ৫ স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ অভিযানে পরিবেশ দূষণের দায়ে মোট ২৬টি যানবাহনকে ৮৫ হাজার টাকা এবং ১০টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
বুধবার (১ ফেব্রুয়ারি) পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা জেলার সাভার, মানিকমিয়া এভিনিউ, খিলক্ষেত, আফতাবনগর এবং গাজীপুর জেলার বাইপাস এক্সপ্রেসওয়ে এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ও বিআরটি মহাসড়ক নির্মাণকারী দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা, সাভারে আটটি যানবাহনকে ২১ হাজার টাকা, খিলক্ষেতে সাতটি যানবাহনকে ৩৫ হাজার টাকা ও নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রাখায় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, আফতাবনগরে একই অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং মানিকমিয়া এভিনিউ এলাকায় ১১টি যানবাহনকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয়রাজধানীদূষণসরকার
আরো পড়ুন