বাতাসে বিষ কমে বায়ুদূষণে ঢাকা নবম
জাতীয়
বাতাসে বিষ কমে বায়ুদূষণে ঢাকা নবম
টানা কয়েকদিন অস্বাস্থ্যকর বাতাস প্রবাহের পর বায়ুদূষণে ঢাকার অবস্থান এখন নবমে। যদিও মান হিসেবে এখনও অস্বাস্থ্যকর অবস্থাই বিরাজ করছে। এদিকে, রাজধানীতে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে। 

বুধবার (১ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পরিমাপকারী সংস্থা আইকিউ এয়ার ইনডেক্স সকালে বাতাসের বায়ুমান নির্ধারণ করার পাশাপাশি তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া অফিস। আইকিউ এয়ার ইনডেক্সে গত জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে ছিল ঢাকাবাসী। এ মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুমান ছিল দুর্যোগপূর্ণ, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবারও ঢাকা ছিল বায়ুদূষণের শীর্ষে। সকাল পৌনে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬৯। একই সময়ে এ তালিকায় শীর্ষে আছে ভারতের মুম্বাই (১৮৫)। একিউআই স্কোর অনুযায়ী এদিন দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে চীনের উহান (১৮৪)। ১৭৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে চীনেরই আরেক শহর চেংডু। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক (১৭৭) ও কাজাখস্তানের আস্তানা (১৭৬)।
জাতীয়রাজধানীদূষণ
আরো পড়ুন