আন্তর্জাতিক
তুরস্কের এজিয়ান উপকূলে নৌকাডুবে ৫ অভিবাসীর মৃত্যু
তুরস্কের দক্ষিণ-পশ্চিম এজিয়ান উপকূলে নৌকা ডুবে ৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। রোববার (১২ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ছবি: সংগৃহীত
প্রতিবেদনের তথ্যমতে, শনিবার সকালে একটি নৌকা তলিয়ে যাওয়ার খবর পায় তুরস্কের কোস্টগার্ড। পরে ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে মৃত এবং ১১ জনকে জীবিত উদ্ধার করে তারা। অন্যদিকে একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচ অভিবাসীকে কাছাকাছি একটি দ্বীপ থেকে উদ্ধার করেছে গ্রিস। তুর্কি ও গ্রিক উভয় দেশের উপকূলরক্ষীরা জানিয়েছে, তারা অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এদিকে একই দিনে ইতালির দক্ষিণ প্রান্তে অভিযান চালিয়ে এক হাজার তিন শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগেই ইতালির একই অঞ্চলে জাহাজডুবির ঘটনায় অন্তত ৭৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছিল।