আজকের ইফতারের সময় ও দোয়া
ধর্ম
আজকের ইফতারের সময় ও দোয়া
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ মার্চ) ইফতার হবে ৬টা ১৪ মিনিটে। এ দিন দিবাগত রাত ৪টা ৩৮ মিনিট পর্যন্ত সেহরি খাওয়া যাবে। এটি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য। সারাদেশের সময়সূচি দেখতে ক্লিক করুন এখানে। 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ইফতারের আগের দোয়া
بِسْمِ الله - اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ
উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিযক্বিকা আফত্বারতু। অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।’ (আবু দাউদ, মিশকাত)
ইফতারের সময় করণীয়
  •  সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা।
  •  ইফতারের সময় অন্য কাজে ব্যস্ত না হয়ে ইফতার করা।
  • ইফতারের সময় বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা।
  • খেজুর, সাদা পানি কিংবা দুধ দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ জামাতে পড়া।
  • ইফতারে দেরি করে জামাত তরক না করা।
  • ইফতারের সময় ভারী খাবার না খাওয়া। 
ধর্মইসলামরমজান
আরো পড়ুন