'ফাইনালে' মাঠে নামছে জার্মানি-বেলজিয়াম, জানুন আজকের সময়সূচী
খেলাধুলা
'ফাইনালে' মাঠে নামছে জার্মানি-বেলজিয়াম, জানুন আজকের সময়সূচী
কাতার বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিতের লক্ষ্যে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মাঠ নামবে ‘ই’ ও ‘এফ’ গ্রুপের দলগুলো। গ্রুপ পর্বে পরপর দুই ম্যাচে হেরে ইতোমধ্যেই বিদায় নিয়েছে কানাডা। শেষ ১৬ নিশ্চিতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিসহ দলগুলো। 
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দলগুলো একই সময়ে মুখোমুখি হবে। এজন্য সমীকরণও দারুণ। আজ ড্র করলেও নিশ্চিতভাবে শেষ ১৬-তে জায়গা করে নেবে স্পেন। হারলেও স্প্যানিশদের সুযোগ থাকছে, এজন্য পরের ম্যাচে অবশ্যই জার্মানিকে জিততে হবে। কারণ, গোল ব্যবধানে স্পেন এগিয়ে রয়েছে। অন্যদিকে জয় ছাড়া বিকল্প নেই কোস্টারিকার। জয় পেলেই শেষ ১৬-তে জায়গা করে নেবে দলটি। জয় পেলে নিশ্চিতভাবে নকআউটে জায়গা করে নেবে জাপান। ড্র করলেও জাপানের সুযোগ থাকবে যদি অন্য ম্যাচে স্পেন হেরে যায়। এক্ষেত্রে দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে শেষ ১৬-তে জায়গা করে নেবে জাপান। আর নকআউট পর্বে যেতে হলে জার্মানিকে অবশ্যই জয় পেতে হবে। তবে জাপান স্পেনের সঙ্গে ড্র করলেই কিছুটা বিপদে পড়বে জার্মানি।
আজকের ম্যাচ
  • ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম   রাত ৯টা
  • কানাডা বনাম মরক্কো            রাত ৯টা
  • জাপান বনাম স্পেন              রাত ১টা
  • কোস্টারিকা বনাম জার্মানি       রাত ১টা
খেলাধুলাফুটবলফিফা বিশ্বকাপ ২২
আরো পড়ুন