কোহলিকে টপকে শীর্ষস্থান দখল করলেন রণবীর সিং!
বিনোদন
কোহলিকে টপকে শীর্ষস্থান দখল করলেন রণবীর সিং!
পাঁচ বছর পর শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি। আর তার জায়গা দখল করে নিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ভারতের তারকাদের মধ্যে গত বছর সবচেয়ে ‘ব্র্যান্ড ভ্যালু’ বেশি ছিল রণবীর সিংয়ের।
‘বিয়ন্ড দ্য মেইন স্ট্রিম’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আর্থিক ঝুঁকি ও সমাধানের পরামর্শক প্রতিষ্ঠান ‘ক্রল’। ক্রলের প্রতিবেদনে বিভিন্ন ব্র্যান্ডের সাথে তারকাদের সম্পৃক্ততা, পণ্যদূত হিসেবে প্রভাব, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব এ রকম কিছু সূচক বিবেচনায় নেওয়া হয়েছে। আর সেই বিশ্লেষণে রণবীর সিং ২০২২ সালে ১৮ কোটি ১৭ লাখ মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষে ছিলেন। আগের পাঁচ বছর এ তালিকায় শীর্ষস্থান ধরে রাখা কোহলির গত বছর ব্র্যান্ড ভ্যালু ছিল ১৭ কোটি ৬৯ লাখ ডলার। ২০২১ সালেও ১৮ কোটি ৫৭ লাখ ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষে ছিলেন কোহলি, রণবীর দ্বিতীয় স্থানে ছিলেন ১৫ কোটি ৮৩ লাখ ব্র্যান্ড ভ্যালু নিয়ে।
বিনোদনবলিউড
আরো পড়ুন