বিনোদন
তানজিমের যে শাস্তি চান নায়িকা জ্যোতি
বাংলাদেশের তরুণ ক্রিক্রেটার তানজিম হাসান সাকিব। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দারুণ পারফর্মের মাধ্যমে সবার দৃষ্টি কেড়েছেন। অভিষেকেই বাজিমাত করলেও নিজের ফেসবুকে দেওয়া কিছু পুরোনো পোস্টের কারণে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে পড়েছেন বাংলাদেশি এই পেসার।

বলা চলে, গত কয়েক দিন ধরে সাকিবের বিষয়টি টক অব দ্য কান্ট্রি। এমনকি তরুণ এই পেসারের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কিছু পোস্ট নিয়ে কথা বলতে হয়েছে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সাকিবের পক্ষে ও বিপক্ষে অনেক কথা হয়েছে। সমালোচনার তালিকায় এবার নাম লেখালেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়িকা।
গত সোমবার দিবাগত রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জ্যোতি। সেখানে তিনি লিখেছেন, ‘তানজিম হাসান সাকিব বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়; কিন্তু সে এদেশের জাতীয় সঙ্গীত গাওয়া এবং বিজয় দিবস পালন করাকে ঘৃণা করে। তাহলে সে এদেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার অধিকার রাখে কি? এ রকম রাষ্ট্রদ্রোহী খেলোয়াড়ের বিরুদ্ধে বিসিবি দ্রুত সিদ্ধান্ত নেবে আশা রাখি।’
তিনি আরও লিখেছেন, ‘এই ক্রিকেটার পেশাজীবী নারীদের নিয়ে যে নোংরা মন্তব্য করেছে, একজন কর্মজীবী নারী হিসেবে আমার সক্ষমতা-যোগ্যতা ও স্বাধীনতাকে তা চরমভাবে অপমান করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন হীন মন্তব্যকারী ক্রিকেটারের আইনগত শাস্তি দাবি করছি আমি। দেশের লাখ-কোটি কর্মজীবী নারীদের নিয়ে এমন বিদ্বেষ ছড়ানো খেলোয়াড়কে বাংলাদেশের জাতীয় দল থেকে বহিষ্কার করার দাবি জানাই।’