বড় শাস্তির মুখে আর্জেন্টাইন গোলরক্ষক
খেলাধুলা
বড় শাস্তির মুখে আর্জেন্টাইন গোলরক্ষক
দীর্ঘ ৩৬ বছরের অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তবে কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বাঁধভাঙা উদযাপন করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে আলবিসেলেস্তারা। সেসব খতিয়ে দেখতেই এবার তদন্ত শুরু করেছে ফিফা।

ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ফাইনাল জয়ের পরই গোল্ডেন গ্লাভস নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এখানেই শেষ নয়, দেশে ফিরে কিলিয়ান এমবাপ্পের পুতুল নিয়ে উল্লাস করে আবারও খবরের শিরোনামে তিনি। এমন অদ্ভুত সব উদযাপনের পর মার্টিনেজের বিরুদ্ধে এবার নড়েচড়ে বসেছে খোদ ফ্রান্স ফুটবল ফেডারেশন। আর্জেন্টাইন গোলরক্ষকের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ করেছে ফেডারেশনটি। সেই ঘটনায় পদক্ষেপও নিয়েছে ফিফা। ফিফা জানিয়েছে, ‘ফিফার নিয়মের ১১, ১২ ও ৪৪ নম্বর ধারা ভেঙেছেন মার্টিনেজ। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে। কিন্তু যদি দোষ প্রমাণিত হয় তা হলে মার্টিনেজের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।’
খেলাধুলাফুটবলফিফা বিশ্বকাপ ২২
আরো পড়ুন