অপরাধ
রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের সাঁড়াশি অভিযান, জঙ্গিদের সঙ্গে গোলাগুলি
নব্য জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ স্থানীয় এক নেতাকে গ্রেপ্তারে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালাচ্ছে র্যাব। সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান শুরু হয়। পরে সেখানে সকাল সাড়ে ৭টার দিকে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে র্যাবের গোলাগুলি শুরু হয়।

ছবি: ইন্টারনেট
র্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আবু সালাম চৌধুরী একটি গণমাধ্যমকে বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।