বিনোদন
১৫ বছরের ছোট স্ত্রীকে নিয়ে যা বললেন নিলয়

জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। তিনি দেশের একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। সেখানেই মডেল ও নায়িকা আনিকা কবির শখের সাথে বন্ধুত্বের পর পরিণয় এবং তা থেকেই ২০১৬ সালে বিয়ে করেন তারা। তবে বছর-খানেক পর বিবাহবিচ্ছেদ ঘটে শখ-নিলয়ের। এরপর ২০২১ সালে তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করে ঘরে আনেন নিলয়। তাদের বিয়ের ছবি বেশ ধুমধাম করেই প্রচারিত হয় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশংসায় ভাসেন এ জুটি তবে সেইসাথে সাইবার বুলিংয়ের শিকারও হতে হয় নিলয় ও তার নববধূকে। এদিকে নিলয় আর তার স্ত্রী হৃদি বেশ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের ছবি থেকে শুরু করে টিকটক সবখানেই থাকে ভক্তদের আনাগোনা। এসব বেশ এনজয় করেন নিলয়-হৃদি। এমনটাই সময় সংবাদকে জানিয়েছেন নিলয়। বয়সে ছোট মেয়ের সাথে প্রেম ও বিয়ে করা প্রসঙ্গে নিলয় বলেন, এটা ঠিক অসম প্রেম নয়। আমার স্ত্রী আমার ১৫ বছরের ছোট। এসব নিয়ে আমাদের কোনো মাথাব্যাথা নেই।