সারাদেশ
বজ্রপাতে কলেজছাত্র ও ৪ গরুর মৃত্যু
রাজশাহীতে বজ্রপাতে শাহাবুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) বিকেলে নগরীর হেতেমখা এলাকায় ছাদে বৃষ্টিতে ভেজার সময় তার মৃত্যু হয়।

ছবি: সংগৃহীত
নিহত শাহাবুল ইসলাম রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. এম এ জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কৃষকের চারটি গরু মারা গেছে। রোববার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি ও চর চান্দুপাড়া গ্রামে বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চর চান্দুপাড়া গ্রামের দরিদ্র বর্গাচাষি মো. সোহেলের দুটি গাভি ও একই গ্রামের সজিব হাওলাদারের একটি এবং দশকানি এলাকার শাহাজুল সরদার নামের এক কৃষকের একটি কোরবানির জন্য প্রস্তুত রাখা গরু মারা যায়। লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের গরু মারা গেছে তারা সবাই গরিব কৃষক। মারা যাওয়া গরুগুলোর বর্তমান বাজার মূল্য তিন লাখ টাকার বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।