টুইটারের বিশেষ সুবিধা ১৫ এপ্রিল চালু
প্রযুক্তি
টুইটারের বিশেষ সুবিধা ১৫ এপ্রিল চালু
টুইটারের পোল বা জরিপে অংশ নিতে পারবেন শুধুমাত্র পেইড সাবস্ক্রাইবার ব্লু টিকধারী গ্রাহকরা। পাশাপাশি ব্যবহারকারীদের ফিডে অগ্রাধিকার ভিত্তিতে প্রদর্শিত হবে ব্লু টিকধারীদের টুইট ও রিটুইট। চলতি বছরের ১৫ এপ্রিল থেকে চালু হবে টুইটারের এই নতুন নীতিমালা। 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (২৮ মার্চ) টুইটারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, এখন থেকে টুইটারের ভেরিফাইড সাবস্ক্রাইবার বা ব্লুটিকধারী ব্যবহাকারীদের টুইট বা রি টুইটই শুধুমাত্র দেখা যাবে মাইক্রো ব্লগিং সাইটটির অন্যান্য ব্যবহারকারীদের ফিডে। পাশাপাশি টুইটারের পোল বা বিভিন্ন জরিপে ভোট দেওয়ার সুযোগও সংরক্ষিত থাকছে ব্লুটিক ব্যবহারকারীদের জন্য। চলতি বছরের ১৫ এপ্রিল থেকে এসব নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে টুইটার। নতুন নীতিমালার অধীনে টুইটারের আর্থিক সেবার বাইরের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে করা পোস্ট আর 'ফর ইউ' নামে ফিডে দেখা যাবে না। শুধু ব্লু টিকধারীদের পোস্টই এ সুবিধা পাবে। টুইটারের ব্লু টিক বা নীল রঙের যাচাইকরণ চিহ্নের জন্য এখন গ্রাহকদের প্রতি মাসে ৭ ডলার খরচ করতে হয়।

টুইটার এসব পরিবর্তনের ব্যাপারে বেশ কিছুদিন আগেই আভাস দিয়েছিলেন মাইক্রো ব্লগিং সাইটটির প্রধান ইলন মাস্ক। তার মতে, ভুয়া অ্যাকাউন্টধারী এবং আর্টিফিসিয়াল ইন্টিলেজিন্স ভিত্তিক বট এর উৎপাত থেকে টুইটারের সাধারণ গ্রাহকদের রক্ষা করতেই এই নতুন নিয়ম। নতুন নিয়ম চালু হলে বট এর মাধ্যমে টুইটার পরিচালনা করা অনেক কঠিন হয়ে পড়বে পাশাপাশি সহজেই শনাক্ত করা সম্ভব হবে এসব বটকে। 
প্রযুক্তি
আরো পড়ুন