আন্তর্জাতিক
৬৫০ ফুট গভীর খাদে যাত্রীবাহী বাস, নিহত ২৪
পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ২১ জন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত আন্তঃনগর ওই কোচটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে যাচ্ছিল। রাতের আন্ধকারে যাত্রা পথে বাসটি ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।
দেশটির মোলিনা ইউনিয়নের একজন প্রতিনিধি বলেছেন, দুর্ঘটনায় ২৪ জন মারা গেছেন। তবে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি। পেরুর পরিবহন পর্যবেক্ষণ সংস্থা সুরাতান এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এতে কতজন আহত বা নিহত হয়েছেন এ বিষয়ে কোনো তথ্য জানায়নি সংস্থাটি।