অর্থনীতি
জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান এ বি এম আজাদ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে আপাতত কমার কোনও সম্ভাবনা নেই। সব মিলিয়ে এখনও তাদের লোকসান ৪৩ কোটি টাকার মতো। যদিও ডিজেল ছাড়া অন্য সব জ্বালানি তেল বিক্রি করে লাভ করছে বিপিসি।

ছবি: ইন্টারনেট
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিপিসিতে (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় এক প্রশ্নের জবাবে বিপিসি চেয়ারম্যান বলেন, 'ডিজেল বিক্রি করে এখনো ২-৩ টাকা লস করছে বিপিসি। তবে পেট্রোল অকটেন বিক্রি করে লাভে আছে। এ কারণে জ্বালানি তেলের দাম আপাতত কমানোর কোনো সম্ভাবনা নেই।