আন্তর্জাতিক
নরওয়ে: নাগরিক স্বাধীনতা আর মুক্ত রাজনীতির দেশ
নাগরিক স্বাধীনতার ধারণাটি আধুনিক জাতিরাষ্ট্রে অনেক বেশি আলোচিত হলেও, নাগরিক স্বাধীনতার ধারণার যাত্রা শুরু হয় রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই। সবল যাতে নিজের শক্তিবলে দূর্বলের অধিকার হরণ করতে না পারে, দূর্বলের সম্পদের উপর অযাচিত হস্তক্ষেপ করতে না পারে, সেজন্য মানুষকে জন্মগতভাবে কিছু অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়। এই অধিকারগুলো পরিচিত নাগরিক স্বাধীনতা নামে। রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র নাগরিকদের এই অধিকার প্রদান করে, এই অধিকারের নিশ্চয়তা প্রদান করে।

নাগরিক স্বাধীনতার দেশ নরওয়ে; Image Source: GetByBus.
রাষ্ট্র যে নাগরিকদের কাছ থেকে প্রতিনিয়ত কর আদায় করে, সেই কর আদায় করার মৌলিক ভিত্তিও হচ্ছে নাগরিক স্বাধীনতা নিশ্চিত করা, নাগরিক অধিকার রক্ষা করা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
নাগরিক স্বাধীনতা
নাগরিক স্বাধীনতার অনেকগুলো দিক রয়েছে, রয়েছে অনেকগুলো ধারণা। সবার আগে যে নাগরিক স্বাধীনতার আলাপটি আসে, সেটি হচ্ছে বাকস্বাধীনতা। নিজের মত প্রকাশ করতে পারা, সেটির পক্ষে যুক্তি উপস্থাপন করে জনমত তৈরি করতে পারার সুযোগ বাকস্বাধীনতা নামে পরিচিত। নিজের ধর্ম চর্চা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার অধিকার নাগরিক স্বাধীনতা হিসেবে পরিচিত, মুক্তভাবে রাজনৈতিক দল বা গ্রুপ তৈরি করতে পারার অধিকারও নাগরিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত।
নাগরিক স্বাধীনতা
নাগরিক স্বাধীনতার অনেকগুলো দিক রয়েছে, রয়েছে অনেকগুলো ধারণা। সবার আগে যে নাগরিক স্বাধীনতার আলাপটি আসে, সেটি হচ্ছে বাকস্বাধীনতা। নিজের মত প্রকাশ করতে পারা, সেটির পক্ষে যুক্তি উপস্থাপন করে জনমত তৈরি করতে পারার সুযোগ বাকস্বাধীনতা নামে পরিচিত। নিজের ধর্ম চর্চা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার অধিকার নাগরিক স্বাধীনতা হিসেবে পরিচিত, মুক্তভাবে রাজনৈতিক দল বা গ্রুপ তৈরি করতে পারার অধিকারও নাগরিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত।
নাগরিক অধিকারের অন্যান্য ধারণার মধ্যে আছে, নাগরিকদের রাষ্ট্রের অভ্যন্তরীণ সীমানার মধ্যে চলাফেরার স্বাধীনতা থাকতে হবে, নাগরিকদের নিশ্চয়তা দিতে হবে প্রয়োজনে যাতে দেশের বাইরে যাওয়ার সুযোগ পায়, সেটিরও। একজন নাগরিক স্বাধীনতাভাবে চিন্তার অধিকার রাখেন, অধিকার রাখেন স্বাধীনভাবে নিজের দেশ ও পারিপার্শ্বিক অবস্থান নিয়ে নিজের ভাবনার বিকাশ ঘটানোর। একইভাবে স্বাধীনতা উপভোগের অধিকার রাখেন শিক্ষাবিদেরাও। নাগরিক স্বাধীনতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিরপেক্ষ ও দক্ষ আদালতে বিচার পাবার অধিকার, যেকোন অপরাধের পর আদালতে বিচার পাবার অধিকার। সার্বিকভাবে, একজন মানুষকে মুক্ত সত্ত্বা হিসেবে বিবেচনা করা, একজন মানুষের মুক্ত সত্ত্বার অধিকারগুলোর নিশ্চয়তা একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ, রাষ্ট্রীয় কাঠামোর গুরুত্বপূর্ণ অঙ্গ।

নরওয়ে: নাগরিক স্বাধীনতার দেশ
নরওয়েতে পৃথিবীর সবচেয়ে কার্যকর গণতন্ত্রগুলোর একটি রয়েছে। স্ক্যানডেনেভিয়ান দেশগুলোর মধ্যে নরওয়েতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো আছে, শাসনতন্ত্রে রয়েছে সাংবিধানিক রাজতন্ত্র। দেশটির রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে নির্বাচিত হলেও, সরকারপ্রধান থেকে শুরু করে জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল রাজনৈতিক নেতৃত্ব নির্ধারিত হয় নির্বাচনের মাধ্যমে। নরওয়েতে নির্বাচনী কাঠামো অত্যন্ত কার্যকর, নির্বাচনে কোন ধরনের অসঙ্গতির ঘটনা তাদের জাতীয় ইতিহাসেই একেবারে বিরল ঘটনা। নির্বাচনী কাঠামোর সাথে জড়িত ব্যক্তিরা সেখানে সর্বোচ্চ দায়বদ্ধতার পরিচয় দেন নিশ্চিত করেন নাগরিকরা যেনো তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভট দেওয়ার মাধ্যমে তাদের ভোটাধিকার চর্চা করতে পারেন।
নরওয়েতে পৃথিবীর সবচেয়ে কার্যকর গণতন্ত্রগুলোর একটি রয়েছে। স্ক্যানডেনেভিয়ান দেশগুলোর মধ্যে নরওয়েতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো আছে, শাসনতন্ত্রে রয়েছে সাংবিধানিক রাজতন্ত্র। দেশটির রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে নির্বাচিত হলেও, সরকারপ্রধান থেকে শুরু করে জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল রাজনৈতিক নেতৃত্ব নির্ধারিত হয় নির্বাচনের মাধ্যমে। নরওয়েতে নির্বাচনী কাঠামো অত্যন্ত কার্যকর, নির্বাচনে কোন ধরনের অসঙ্গতির ঘটনা তাদের জাতীয় ইতিহাসেই একেবারে বিরল ঘটনা। নির্বাচনী কাঠামোর সাথে জড়িত ব্যক্তিরা সেখানে সর্বোচ্চ দায়বদ্ধতার পরিচয় দেন নিশ্চিত করেন নাগরিকরা যেনো তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভট দেওয়ার মাধ্যমে তাদের ভোটাধিকার চর্চা করতে পারেন।
নরওয়ের রাষ্ট্রকাঠামোতে ক্ষমতার সুস্পষ্ট বিভাজন রয়েছে। রাষ্ট্রপ্রধান হিসেবে রাজা কেবলমাত্র আলংকরিকভাবে কিছু প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে, সরকারের মৌলিক বিভাগগুলোর মধ্যে সুস্পষ্ট বিভাজন আনতে সক্ষম হয়েছে নরওয়ের রাষ্ট্রচিন্তকেরা, বিচার বিভাগ, আইন বিভাগ ও নির্বাহী বিভাগের কাজ আর ক্ষমতা সুস্পষ্টভাবে আলাদা। ফলে, রাষ্ট্রের একটি বিভাগ থেকে নাগরিক স্বাধীনতার পরিপন্থী কোন ঘোষণা আসলেও বা নাগরিক স্বাধীনতা পরিপন্থী কোন উদ্যোগ নিলেও, রাষ্ট্রের অন্যান্য বিভাগ সেই উদ্যোগকে আঁটকে দেয়, আঁটকে দিয়ে রক্ষা করে নাগরিক স্বাধীনতা।

নির্বাচনী বিতর্ক; Image Source: Daily Scandenevian.
নরওয়েতে অবাধ ও মুক্ত একটি গণমাধ্যম রয়েছে, যেটি নাগরিক স্বাধীনতার ধারণা বিকাশ আর নাগরিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর অন্যান্য জায়গাতে সংবাদমাধ্যমের সাথে কর্তৃত্ববাদী সরকারগুলোর নিয়মিত সংঘাত চলে, সংঘাত চলে অনেক গণতান্ত্রিক কাঠামোতেও। নরওয়ের চিত্র এদিক থেকে বেশ বিপরীত। সাংবাদিকেরা স্বাধীনভাবে নিজের কাজ করেন, রাষ্ট্রের অসঙ্গতি আর অন্যায় তুলে আনেন সংবাদমাধ্যমে। বিপরীতে, রাষ্ট্রের দিক থেকেও এই অসঙ্গতি গুলোকে মূল্যায়ন করা হয়, তড়িৎ গতিতে নেওয়া হয় কার্যকর পদক্ষেপ।

নরওয়ে, জীবন যেখানে অন্য সুতোয় বাঁধা; Image Source: Babbel.
নরওয়েতে পূর্ণ একাডেমিক স্বাধীনতা রয়েছে। একাডেমিশিয়ানরা রাষ্ট্রকাঠামো থেকে শুরু করে বিভিন্ন ধরনের নীতিগত বিষয়ে সরকারকে পরামর্শ দেন, নিজেদের মতামত স্বাধীনভাবে বিভিন্ন ফোরামে তুলে ধরেন, নিজের মতামত তুলে ধরেন বিভিন্ন আর্টিকেল আর সেমিনারের মাধ্যমেও। নরওয়ের শিক্ষাব্যবস্থায় পৃথিবীর সব প্রান্ত থজেকে মানুষেরা পড়তে আসেন, আসেন মুক্ত পরিবেশের মধ্যে জ্ঞান অর্জনের সুবিধা নিতে।