ইসরাইলের পতাকা খুলে ফেলল কাক, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক
ইসরাইলের পতাকা খুলে ফেলল কাক, ভিডিও ভাইরাল
পতাকাদণ্ড থেকে ইসরাইলের পতাকা খুলে ফেলে দিচ্ছে একটি কাক, এমন একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে অনলাইন দুনিয়ায়। খবর আরব নিউজের। 
ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকার একটি ভবনের উড়ছিল ইসরাইলের পতাকা। হঠাৎ একটি কাক এসে বসল পতাকাদণ্ডটির মাথায়, তারপর চঞ্চু বা ঠোঁট দিয়ে নাড়াচাড়া করা শুরু করল পতাকাটি। নাড়াচাড়ার এক পর্যায়ে দণ্ডটি থেকে খুলে উড়ে গেল পতাকা, তারপরও সেখানে বেশ কিছুক্ষণ বসেছিল কাকটি। মঙ্গলবার (১ মে) ঘটনাটি ঘটার সময় স্থানীয় এক বাসিন্দা সেটির ভিডিচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। কয়েক মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি। 

অনেক নেটিজেন ঘটনাটি নিয়ে মজা করেছেন। আবার অনেকে বলছেন, এ ঘটনার মাধ্যমে কাকটি সম্ভবত 'শিক্ষা' দিয়েছে সবাইকে। একজন নেটিজেন মন্তব্য করেছেন: ‘একটি স্মার্ট ফিলিস্তিনি ‘ইহুদিবিরোধী’ কাক…' ফিলিস্তিনি চিকিৎসক ও লেখক তারিক সাদিদ টুইট করা ভিডিওর মন্তব্য সেকশনে লিখেছেন, 'ফিলিস্তিনের পশুপাখিরাও সামরিক জায়নবাদী ধ্বংসযজ্ঞের বিরোধী।' কাকটিকে তিনি ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।
আন্তর্জাতিকএক্সক্লুসিভ
আরো পড়ুন