দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই: সংসদে খাদ্যমন্ত্রী
অর্থনীতি
দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই: সংসদে খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে চাহিদার চেয়ে খাদ্যশস্যের উৎপাদন বেশি। সে কারণে বর্তমানে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। বুধবার (৮ ফেব্রুয়ারি) সংসদে সরকার দলীয় এমপি বেগম শামসুন নাহারের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত হাউজ হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভে (ইইচআইইএস ২০১৬) অনুসারে দেশে খ্যাদ্যের মোট চাহিদা ২৩৮ লাখ ৩৯ হাজার মেট্রিক টন। আর খাদ্যশস্যের উৎপাদন ৩৯১ লাখ ৩০ হাজার মেট্রিক টন। সরকারি দলের আরেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে (৩০ জানুয়ারি পর্যন্ত) সরকারি খাদ্যগুদামে ১৫ লাখ ৮৯ হাজার ২৮ মেট্রিক টন চাল ও তিন লাখ ৭৯ হাজার ৭৯ মেট্রিক টন গমসহ সর্বমোট ১৯ লাখ ৬৮ হাজার ১০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। খাদ্য মজুত বিবেচনায় আপাতত খাদ্যের কোনো ঘাটতি নেই।
অর্থনীতিসংসদসরকার
আরো পড়ুন