অর্থনীতি
ইউক্রেন থেকে ৫১ হাজার টন গম আসছে দেশে
যুদ্ধের কারণে দীর্ঘদিন ইউক্রেন রপ্তানি বন্ধ ছিল। অবশেষে দেশটি থেকে ৫১ হাজার টন গম আসছে বাংলাদেশে। গত বুধবার (২৮ সেপেটম্বর) ম্যাগনাম ফরচুন নামে একটি জাহাজ গমের চালান নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের উদ্দেশে।

ছবি: ইন্টারনেট
গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দেশটির অনলাইন নিউজ পোর্টাল ইউক্রেন অ্যাগ্রো কনসাল্ট ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া আগ্রাসন শুরু করলে ইউক্রেন থেকে পণ্য রপ্তানি কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। এতে বাংলাদেশেও গম আমদানি বন্ধ হয়ে যায়। প্রায় ৬ মাস বন্ধ থাকার পর আবারও দেশটি থেকে গম আমদানি শুরু হলো। ইউক্রেন অ্যাগ্রো কনসাল্ট ডটকমের প্রতিবেদনে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের দেশগুলোর জন্য ১ লাখ ১৫ হাজার টন কৃষিপণ্য নিয়ে চারটি জাহাজ ইউক্রেনের চারনোমরোস্ক ও ইউঝনি বন্দর ছেড়েছে। দেশটির অবকাঠামো মন্ত্রণালয়ের ফেসবুকে দেওয়া এক পোস্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইউক্রেন অ্যাগ্রো কনসাল্ট ডটকম।