ধর্মের জন্য বিনোদন জগৎ ছেড়ে এবার যে সুখবর দিলেন সানা খান
বিনোদন
ধর্মের জন্য বিনোদন জগৎ ছেড়ে এবার যে সুখবর দিলেন সানা খান
মুফতি আনাস সাইয়াদের সঙ্গে ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানা খান। বিয়ের পরই বিনোদন জগৎ থেকে সরে যান এবং পুরোপুরিভাবে ইসলামের পথে চলে আসেন।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
সম্প্রতি একটি ধার্মিক চ্যানেলে দেখা মিলল সানা খান এবং তার স্বামী মুফতি আনাসের। সেখানে তারা তাদের এই ধার্মিক সফর, মনোভাব ইত্যাদি নিয়ে কথা বলেন। জানান কীভাবে কোন জিনিস তাদের বিনোদন জগতের আলো থেকে ধর্মের পথে চালিত করে। এখানে অভিনেত্রী এবং তার স্বামী জানান তাদের প্রথম সন্তান আসতে চলেছে। জুলাই মাসে ভূমিষ্ঠ হবে তাদের প্রথম সন্তান। সন্তান প্রসঙ্গে উচ্ছ্বসিত সানা বলেন, আমি ভীষণ খুশি। আমি অবশেষে সেই শান্তি পেয়েছি, যা আমি এতদিন ধরে খুঁজেছি। 
আমি এমন একজন স্বামী পেয়েছি, যিনি আমায় আল্লাহর কাছে পৌঁছতে সাহায্য করেছেন। আমি এখন খুব শান্তিতে আছি, দুজনে একসঙ্গে কাজ করছি এবং আরও কাছে আসছি একে অন্যের। আমি চাই আমার সন্তান যেন সুস্থভাবে জন্ম নেয়। তিনি বলেন, এই হজের দিনগুলোতে আমি জানাচ্ছি যে আমাদের প্রথম সন্তান আসতে চলেছে। আমি ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মানসিকভাবে আমি অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে গেছি। এখন আমি কেবল আমার সন্তানের অপেক্ষা করছি। ও জুলাই মাসে পৃথিবীর আলো দেখবে।
বিনোদনবলিউড
আরো পড়ুন