ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ১৪ রোগী
জাতীয়
ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ১৪ রোগী
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল পাঁচজনে। একইসময়ে নতুন করে ১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রিদ্মিক নিউজ
রিদ্মিক নিউজ
বুধবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা আটজন এবং ঢাকার বাইরের ছয়জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৮ জন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৯ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ২২৯ জন। এর আগে, ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছর ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।
জাতীয়স্বাস্থ্যডেঙ্গু
আরো পড়ুন