গোলাপি হয়ে উঠলো ৫০ হাজার বছরের পুরনো লেক!
আন্তর্জাতিক
গোলাপি হয়ে উঠলো ৫০ হাজার বছরের পুরনো লেক!
প্রায় ৫০ হাজার বছর আগে পৃথিবীতে একটি উল্কা আঘাত হেনেছিল। সেই আঘাতে ভারতের মুম্বাই থেকে প্রায় ৫০০ কিলোমিটার পূর্ব দিকে মহারাষ্ট্রে তৈরি হয়েছিল লোনার নামক লেকটি। বিশ্বের তৃতীয় বৃহত্তম হ্রদ এটি। এর রঙ সাধারণত পান্না সবুজের মতো থাকে। কিন্তু এখন তা রহস্যজনকভাবে গোলাপি হয়ে উঠেছে! এ দৃশ্য দেখে সবাই অবাক। লোনার লেকের বদলে যাওয়া রঙের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কী কারণে জলাশয়টি গোলাপি হয়ে উঠলো? সবার মনে এখন এই প্রশ্ন। 
লেকের বর্তমান অবস্থা, ছবি: ইন্টারনেট
লেকের বর্তমান অবস্থা, ছবি: ইন্টারনেট
ইতোমধ্যে বন বিভাগ কারণ নির্ধারণের জন্য জলের নমুনা সংগ্রহ করেছে। বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। লোনার হ্রদ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং বিভিন্ন সময় বিশ্বের নানা বিজ্ঞানীরা এখানে আসেন। সেই বিখ্যাত হৃদের জল কেনই বা হঠাৎ করে বর্ণ পরিবর্তন করলো তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। ১.২ কিলোমিটার ব্যাসের ওই হৃদের জলের রং গোলাপি হয়ে যাওয়ায়, কেবল স্থানীয় মানুষজনই নয়, প্রকৃতিপ্রেমী থেকে বিজ্ঞানী, প্রায় সকলকেই অবাক করে দিয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ওই হৃদের রং পরিবর্তনের ঘটনা এই প্রথম নয়, এর আগেও এমন হয়েছে, তবে এবার যেন আরও গাঢ় হয়ে ফুটে উঠেছে গোলাপি রঙটি। 
স্যাটেলাইটে লেকের আগের ও বর্তমান অবস্থা, ছবি: ইন্টারনেট
স্যাটেলাইটে লেকের আগের ও বর্তমান অবস্থা, ছবি: ইন্টারনেট
এদিকে লোনার হ্রদ সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সদস্য গজনান খারাত সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, পানির মধ্যে অনেক শ্যাওলা রয়েছে। হৃদটির লবনাক্ততা এবং এই শ্যাওলাগুলোর প্রতিক্রিয়াতেও জলের রঙের এই পরিবর্তন হতে পারে। এর আরও একটি বৈশিষ্ট্য হল এই লেকের জলের গভীরে এক মিটারের নিচে কোনও অক্সিজেন নেই। ইরানেও এমন একটি হ্রদের সন্ধান পাওয়া যায়, যেখানে লবণাক্ততা বৃদ্ধির কারণে জল লালচে রঙের হয়ে গেছে। লাল শৈবালের উপস্থিতিতে রঙ পরিবর্তন হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন গবেষকরা। কয়েকটি ল্যাবে নমুনা পাঠানো হয়েছে। তিনি বলেন, লেকের রঙ কেন গোলাপি হলো তা গবেষণার পর নিশ্চিতভাবে বলা যাবে।
আন্তর্জাতিকএক্সক্লুসিভভারত
আরো পড়ুন