প্রথম আলোর সাংবাদিককে তুলে নেয়ায় ছাত্র ইউনিয়নের প্রতিবাদ
শিক্ষা
প্রথম আলোর সাংবাদিককে তুলে নেয়ায় ছাত্র ইউনিয়নের প্রতিবাদ
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

ছবি: রিদ্মিক নিউজ
ছবি: রিদ্মিক নিউজ
আজ বুধবার দুপুর ২টায় সংগঠনের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক শামসুজ্জামানের প্রাণঘাতের আশঙ্কা প্রকাশ করে সংগঠনের সভাপতি ইমতিয়াজ অর্ণব ও সাধারণ সম্পাদক অমর্ত্যা রায় এক যৌথ বিবৃতিতে বলেন, এই ঘটনার মাধ্যমে রাষ্ট্রীয় দমন-নীপিড়নের চূড়ান্ত রূপ উঠে এসেছে আমাদের সামনে। মানুষকে বাকরুদ্ধকরণের পাঁয়তারা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সমাজের তৃতীয় শ্রেণির খেটে খাওয়া মানুষও তার ভাত, মাছ, মাংসের দাবি তুলে ধরতে পারে না। দেশব্যাপী চলমান নীরব এই দুর্ভিক্ষের বার্তা দেশের মানুষের কাছে পৌঁছানোর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক শামসুজ্জামান এহেন রাষ্ট্রীয় হেনস্থা ও অপহরণের শিকার হয়েছেন।' তাঁরা আরও বলেন, সরকারের গোয়েন্দা তৎপরতাকে বৈধতা দানকারী রাষ্ট্রীয় বয়ান যেখানে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক নির্যাতন রোধ, সেখানে বারংবার গোয়েন্দা তৎপরতার কার্যকরণ লক্ষ্যণীয় অন্যায়ের প্রতিবাদকারীদের দমনে, মানুষের মৌলিক অধিকারের কথা বলা কন্ঠের উপর খড়গহস্তরূপে। মানুষের বাকস্বাধীনতা, লেখার স্বাধীনতা কেড়ে নিয়ে ফ্যাসিবাদী সরকার জনগণের মনে ভীতি সঞ্চারের চেষ্টা করছে বলেও জানান তাঁরা। প্রসঙ্গত, গত ২৬ মার্চ প্রথম আলোতে প্রকাশিত এক সংবাদের জেরে আজ বুধবার ভোর চারটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার বাসা থেকে তাঁকে সিআইডি পরিচয়ে ১৬ জন ব্যক্তি গাড়িতে তুলে নিয়ে যায়।
রিপোর্টার: মোঃ মুশফিকুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শিক্ষাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)
আরো পড়ুন