তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারালেন এক গোলকিপার
খেলাধুলা
তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারালেন এক গোলকিপার
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৭ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সাধারণ মানুষ এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এই ঘটনায় আহমেত ইউপ তুরকাসলান নামের তুরস্কের এক গোলকিপারের মৃত্যু হয়েছে। ওই ফুটবলারের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে দেশটির স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প হয়। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। এই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন দেশটির দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালাতইয়াসপরে খেলা গোলকিপার আহমেত ইউপ তুরকাসলান। তবে শেষপর্যন্ত বেঁচে ফিরতে পারেননি তিনি। আহমেত ইউপ তুরকাসলানের মৃত্যুর বিষয়টি তার ক্লাব ইয়েনি মালাতইয়াসপরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাবটি লিখেছে, ‘ভূমিকম্পে আমাদের গোলরক্ষক আহমেত ইউপ তুরকাসলান প্রাণ হারিয়েছে। শান্তিতে ঘুমাও। আমরা তোমাকে ভুলব না। কী দারুণ এক মানুষ ছিলে!’
খেলাধুলাফুটবল
আরো পড়ুন